শিরোনাম
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

দেশের তিন স্থানে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের গুলিতে মেহেদী হাসান (৩২) নামে একজন নিহত হয়েছেন। তার কাছ থেকে রিভলবার ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। গতকাল ভোর ৬টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিসের সামনে গুলির এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত মেহেদী একজন শীর্ষ মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। গতকাল ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসে ঢাকায় নামেন মেহেদীসহ কয়েকজন। এর পরপরই শ্যামলীর সড়ক ও জনপথ অফিসের সামনে প্রধান সড়কে তাদের চ্যালেঞ্জ করা হয়। তখন সে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মেহেদীর মৃত্যু হয়। গোলাগুলির সময় বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। চট্টগ্রাম :  চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন নগরীর ছিনতাই চক্রের অন্যতম হোতা আলমাস হোসেন ইমন। মঙ্গলবার রাতে নগরীর নন্দনকানন বোস ব্রাদার্স মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি ইমন চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে  বিজিবি ও চোরাকারিদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, মঙ্গলবাররাতে বিজিবি কর্তৃক টেকনাফ হ্নীলা নোয়াপাড়া রোহিঙ্গা ক্যা¤েপ বসবাসকারী মুছনী শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের রুম নং-১৮০/৫, এ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে মো. জাফর আলম (২৬) মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, বিপুল পরিমাণে ইয়াবা ২০ ফেব্রুয়ারি ভোররাতে সাবরাং ইউপির ৫ নম্বর স্লুইস গেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি টহলদল ভোর সাড়ে ৪টার দিকে ৫ নম্বর স্লুইস গেট-সংলগ্ন খাল দিয়ে একদল ব্যক্তিকে উঠতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারি দলের লোকজন গুলিবর্ষণ করতে থাকে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বিজিবির টহলদলের দুজন সদস্য আহত হন।

যশোর : শার্শা উপজেলার উলাশি কুঁচেমোড়া এলাকায় ইবাদত হোসেন বাবু ওরফে ছোটবাবু (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ গাঁজা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। নিহত বাবু যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকার বাচ্চু ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে। শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আবুল হাসান জানান, গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে কুঁচেমোড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর পুলিশের দুটি টিম সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল তল্লাশিকালে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। একই স্থান থেকে এক কেজি গাঁজা, একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সর্বশেষ খবর