শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

সদ্যসমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে ভোটের অনিয়ম নিয়ে আজ গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই অধিবেশনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে ছয়জন জুরি বোর্ডের সদস্য থাকবেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন। তারা ধানের শীষের প্রার্থীদের কাছে ভোটের অনিয়মের বর্ণনা শুনবেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সরকারবিরোধী সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন। ৩০০ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরাও ভোটকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা অনিয়মের বর্ণনা দেবেন।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘জামায়াত আর মহাজোট ছাড়া সব রাজনৈতিক দলের নেতাকে গণশুনানিতে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম অধিবেশন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। এরপর মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা ২টার দিকে। শেষ হবে ৪টার দিকে। সবশেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।’

সর্বশেষ খবর