রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইভ টিজিং, ছাত্রলীগ নেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার চুকনগরে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত ও প্রতিবাদ করলে মেয়ের সামনেই পিতাকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সকালে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত আহম্মেদ রনি (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে। সাজাপ্রাপ্ত যুবক চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক। জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন আহম্মেদ রনি। গতকাল সকালে পরীক্ষা দিতে মেয়েটি তার পিতার সঙ্গে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এলে আহম্মেদ রনি তার সহযোগীদের নিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় বাধা দিতে গেলে মেয়ের সামনেই পিতাকে মারপিট করে জখম করা হয়।

পরে ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করা হয়। খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত রনিকে এক বছরের কারাদ- প্রদান করেন। এদিকে চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান হোসাইন বলেন, ইভ টিজিংয়ের অভিযোগে সাজাপ্রাপ্ত আহম্মেদ রনির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর