রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র রোহিঙ্গাদের তাণ্ডব, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের তাণ্ডবে গুলিবিদ্ধ হয়ে হাসান আলী নামে এক রোহিঙ্গা গুরুতর আহত ও শালবন ক্যাম্পে ডা. হামিদ নামের এক রোহিঙ্গা চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও শালবন রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত নুরুল আলম নিহতের ঘটনার জের ধরে তার সশস্ত্র অনুসারীরা এ ঘটনা ঘটায় বলে টেকনাফের পুলিশ প্রশাসন জানিয়েছে। গুলিবিদ্ধ আহত হাসান আলী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকের  মোহাম্মদ সালামের পুত্র ও নিহত ডা. হামিদ (৪৫) শালবন ক্যাম্পের জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা। এ ঘটনার জের ধরে ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী টহল জোরদার করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়াপাড়া শালবন ক্যাম্প (নং- ২৬) এ শুক্রবার সন্ধ্যার পর পর ১৫/২০ জনের একদল সশস্ত্র গ্রুপ ডা. হামিদকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ৬/৭ রাউন্ড গুলির শব্দ  শোনা যায়। পরে শালবন ক্যাম্পের পশ্চিমে এ-ব্লকের পাশে ডা. হামিদের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে ক্যাম্পের রোহিঙ্গারা। এ ব্যাপারে ডা. হামিদের বোন তাসনিম ও স্ত্রী ফাতেমা জানান, সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা দুবৃত্তরা পল্লী চিকিৎসক হামিদকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। রাতেই তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিকে নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের একদল সশস্ত্র রোহিঙ্গা সি-ব্লকের মো. সালামের পুত্র হাসান আলীকে (৩২) তার দোকানের ভিতর এসে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে হাসান আলীর শরীরে ২টি বুলেট বিদ্ধ হয়।

সর্বশেষ খবর