সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেষ সময়ের ভিড়

মোস্তফা মতিহার

শেষ সময়ের ভিড়

শেষ সময়ে বইমেলা। কদিন পরেই শেষ হয়ে যাচ্ছে প্রকাশক, লেখক ও পাঠকদের এই মিলনমেলা। গতকাল মেলার ২৪তম দিনে ছিল পাঠক-ক্রেতাদের উপচে পড়া ভিড়।  বিকাল ৩টায় মেলার প্রবেশদ্বার উন্মোচনের পর থেকে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যায় তা জনসমুদ্রে রূপ নেয়। মেলায় নতুন বই এসেছে ৯১টি।

শওকত ওসমান রচির নাটক ‘মা’ : অমর একুশে গ্রন্থমেলায় অন্বয় প্রকাশ থেকে বের হয়েছে লেখক-  সাংবাদিক শওকত ওসমান রচিত নাটক ‘মা’। বইটির প্রচ্ছদ করেছেন শুলশান কবীর। দাম ১৫০ টাকা। শোষণের দীর্ঘ ইতিহাস পেরিয়ে কীভাবে জন্ম হলো স্বাধীন বাংলাদেশের, সেই ত্যাগের গল্প তুলে আনা হয়েছে এই সংক্ষিপ্ত নাটকটিতে। এ যুগের কিশোর, তরুণ-তরুণীদের মাঝে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করাই নাটকটির উদ্দেশ্য। সিনেমা হলে তালা : ঢাকাই সিনেমা হলের অতীত ও বর্তমান চালচিত্র নিয়ে মঈন আবদুল্লাহর পূর্ণাঙ্গ গবেষণামূলক গ্রন্থ। প্রকাশক বাংলানামা প্রকাশনী। দাম ১৮০ টাকা। হাফরেলিং : শাকীর এহসানুল্লাহর লেখা ভিন্ন স্বাদের ছোটগল্প। প্রকাশক বইঘর। দাম ১৮০ টাকা। ইচ্ছের মানচিত্র : বইমেলায় পাঠক সমাবেশের প্যাভিলিয়ন-২ এ পাওয়া যাচ্ছে কিযী তাহনিনের প্রথম গল্পগ্রন্থ ‘ইচ্ছের মানচিত্র’। মানজারুল ইসলাম রানা : জার্সি নম্বর ৯৬ : অকাল প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানাকে নিয়ে স্বপ্নিল চৌধুরীর বই। প্রকাশক দেশ পাবলিকেশন্স। কয়েকজন প্রকাশককে চিঠি : বিদেশি লেখকদের বই প্রকাশ, বিক্রি, প্রদর্শন ও পাইরেটেড বই বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গ্রন্থমেলার ৬.১ এর নীতিমালায়। আর এই নীতিমালা ভাঙার অপরাধে ১১টি প্রকাশনা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বাংলা একাডেমি। এদিকে প্রায় ৯০ ভাগ প্রকাশক বিদেশি লেখকদের বই প্রকাশ করলেও মাত্র ১১ জন প্রকাশককে কারণ দর্শানোর চিঠি দেওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন নোটিস পাওয়া প্রকাশকরা। এ বিষয়ে আবিষ্কারের স্বত্বাধিকারী দেলোয়ার হাসান বলেন, মেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানেই বিদেশি লেখকদের বই রয়েছে। কিন্তু কোন কারণে বাংলা একাডেমি শুধু আমাদের ১১ জনকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে, তা আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, প্রথম দিকে আমরা ১৭ জনকে চিঠি দিয়েছি, দ্বিতীয় ধাপে ১১ জনকে দিয়েছি। ৯০ ভাগ প্রকাশকের কাছে বিদেশি লেখকের বই আছে এটি সঠিক নয়। আর রবীন্দ্রনাথ ও নজরুল চিরায়ত লেখক। চিরায়ত লেখকদের বিষয় আলাদা। এটা যেহেতু একুশের চেতনার মেলা। তাই আমরা চাচ্ছি এখানে দেশীয় লেখকদের বই-ই থাকবে। আমরা ব্যক্তিগতভাবে কোনো লেখকের বিরুদ্ধে নই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর