শিরোনাম
বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
একই পরিবারে পাঁচ মৃত্যু

সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা, তদন্ত কমিটি গঠন

প্রতিদিন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর পর ওই এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ জনগণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনা তদন্তে গতকাল ঢাকা থেকে এসেছে সরকারের রোগতত্ত্ব,  রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের একটি বিশেষজ্ঞ দল। খবর বিডিনিউজের

সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য ঘটনাস্থলে একটি  মেডিকেল টিম বসানোর পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আর এলাকায় বিতরণ করা হয়েছে ২০০ বিশেষ মুখোশ। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মরিচপাড়া গ্রামে ফজর আলীর বাড়ির পাঁচ সদস্য গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনের মধ্যে অজ্ঞাত রোগে মারা যান। এ ছাড়া একই পরিবারের আরও তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে ওই গ্রামের অনেক পরিবার বাড়িতে তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, এ অবস্থায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে নিহতদের বাড়ি থেকে আশপাশের এক কিলোমিটারে জনগণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই বাড়িতে যেন কোনো মানুষ চলাচল না করে জন্য সেখানে গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর