শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
উপজেলা পরিষদ নির্বাচন

জামালপুরে বিদ্রোহী সমর্থকদের গুলিতে যুবলীগ নেতা নিহত, রংপুরে হামলা

আরও দুই এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

প্রতিদিন ডেস্ক

জামালপুরে বিদ্রোহী সমর্থকদের গুলিতে যুবলীগ নেতা নিহত, রংপুরে হামলা

উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণা চলছে। এরই মধ্যে জামালপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকের গুলিতে আবদুল খালেক নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রংপুরে নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি। এদিকে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর ভাই মোস্তাক আহমেদ লাভলুকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। নেত্রকোনায় নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটের প্রচারে অংশ নেওয়ায় এমপি ওয়ারেসাত হোসেন বেলালকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুসকেও এলাকা ছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গুলিতে আবদুল খালেক (৪২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। বুধবার রাত ১১টার দিকে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা প্রচারণা শেষে রাত ১১টার দিকে চুকাইবাড়ী ইউপি কার্যালয়ে চা-পান করছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে অতর্কিত হামলা করে অন্তত ১৫ রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম আজাদের সমর্থক দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা আবদুল খালেক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় নিহতের ভাতিজা মুসলিম উদ্দিন বাদী হয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হোসেনসহ ৩১ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে। রংপুর : নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি। গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল গতকাল। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ফেরার পথে ববির ওপর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. দেলোয়ার হোসেনের সমর্থক একরামুল হক অতর্কিত হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিচে নামার সময় সিঁড়িতে একরামুল হক নামে একজন ববিকে রোহিঙ্গা বহিরাগত বলে কটাক্ষ করতে থাকেন। এক পর্যায়ে তিনি চন্দনপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববিকে ধাক্কা দেন। পরে জেলা প্রশাসক ভবনের নিচে এসে ফের ববির ওপর হামলা চালায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এতে একজন বাদাম বিক্রেতাসহ ববি আহত হন। রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, ‘দলের মনোনয়নবঞ্চিতদের একটি অংশের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটেছে। একরামুল হক ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে কী কারণে এ ধরনের আচরণ করেছে, জানি না। অন্যদিকে একরামুল হক এ হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমি কারও ওপর হামলা করিনি। বরং আমাকেই লাঞ্ছিত করা হয়েছে।

নেত্রকোনা : নির্বাচনী আচরণবিধি ভেঙে উপজেলায় ভোটের প্রচারে অংশ নেওয়ায় এমপি ওয়ারেসাত হোসেন বেলালকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) জাহিদুল ইসলাম সুজনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ প্রদান করা হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর ছোট ভাই মোস্তাক আহমেদ লাভলুকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ শহরের ভূষণ রোডের শিশু একাডেমি ভোটকেন্দ্র এলাকায় তার ওপর এ হামলা হয়। জানা যায়, ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিলেন মোস্তাক আহমেদ লাভলু। এ সময় হামলাকারীরা মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। 

 

সর্বশেষ খবর