শিরোনাম
শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ইভিএমের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব বিল পাস

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনসহ  ৩টি বিল পাস করেছে সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকে বিলগুলি কন্ঠভোটে পাস হয়। অপর বিল দু’টি হলো, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ ও ‘চিটাগাং হিল ট্রাকস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (এমেন্ডমেন্ট) এ্যাক্ট, ২০১৯’। গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০১৯ : নির্বাচনে ইভিএমের ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধের বিধান করে গত সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশটি আইনে পরিণত করতে সংসদ ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন-২০১৯’ বিলটি পাস করেছে। গত ২৬ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। ২৭ ফেব্রুয়ারি কমিটি সংসদে রিপোর্ট দেয়। গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলের ওপর আনীত সংশোধনীসহ জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলে জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগসহ ইভিএম সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে।  চিটাগাং হিল ট্রাকস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (এমেন্ডমেন্ট) এ্যাক্ট, ২০১৯ : বেসরকারিভাবে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সমতলের মতো পার্বত্য  চট্টগ্রামেও জমির প্রচলিত দামের অতিরিক্ত ৩০০ ভাগ ক্ষতিপূরণের বিধান রেখে ‘চিটাগাং হিল ট্রাকস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (এমেন্ডমেন্ট) এ্যাক্ট, ২০১৯’বিল গতকাল পাস করেছে সংসদ। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদ এই বিলটি পাস করেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়। ২৬ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়েছিল।

সর্বশেষ খবর