সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় জমেছে ইন্দো-বাংলা অটোমোটিভ শো, আজ শেষ

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় জমেছে ইন্দো-বাংলা অটোমোটিভ শো, আজ শেষ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ইন্দো-বাংলা অটোমোটিভ শো শেষ হচ্ছে আজ। গতকাল তৃতীয় দিনে মেলা ঘুরে দেখা গেছে প্রতিটি স্টলে দর্শনার্থীর ভিড়। তরুণদের অধিকাংশই ভিড় করছেন মোটরবাইকের স্টলগুলোতে, অন্যদিকে মধ্যবয়সীদের আগ্রহ নতুন মডেলের গাড়ির দিকে। নগদ ছাড় আর উপহার পেতে অনেকে মেলাতেই দিচ্ছেন পছন্দের গাড়ি বা বাইকের বুকিং।

চার দিনব্যাপী এ মেলায় একই ছাদের নিচে নিজেদের সর্বশেষ পণ্য নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ ও ভারতের অটোমোবাইল খাতের অর্ধশতাধিক প্রতিষ্ঠান। সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন মডেলের শত শত প্রাইভেটকার, থ্রি-হুইলার, পিকআপ, বাস, ড্রামট্রাক, ট্রাক, মোটরবাইকসহ বিভিন্ন যানবাহন, লুব্রিকেন্টসহ গাড়ির নানা যন্ত্রাংশ। আনা হয়েছে নতুন প্রযুক্তির জ্বালানি সাশ্রয়ী বেশকিছু মডেলের যানবাহন। কোন যানবাহনের কী সুবিধা, কোন মডেলটি নতুন এসেছে, দাম কত- এমন নানা প্রশ্নের উত্তর দিতে প্রতিটি স্টলে তৎপর একঝাক তরুণ-তরুণী। মেলায় অর্ডার দিলেই মিলছে নগদ ছাড়সহ কিস্তি সুবিধা আর নানা উপহার। দর্শনার্থীদের খালি হাতে ফেরাচ্ছেন না অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। খাঁচায় বল ফেলা গেম খেলে কেউ জিতে নিচ্ছেন চাবির রিং, কেউ ক্যালেন্ডার। আবার মেলার শেষ দিনে র‌্যাফেল ড্রর মাধ্যমে দর্শনার্থীদের মোটরবাইক উপহার দেওয়ার ব্যবস্থা করেছে উত্তরা মটরস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান গতকাল দুপুরে মেলা ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের বাইক দেখছিলেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ১৫০ সিসির একটি বাইক তার আছে। তবে তেলের খরচ কমাতে সেটি বিক্রি করে একটি জ্বালানি সাশ্রয়ী বাইক কিনতে চাচ্ছেন। এক জায়গায় সব কোম্পানির বাইক দেখার সুযোগ পাওয়ায় হাতিরপুল থেকে তিনি মেলায় এসেছেন। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ খবর