মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চুড়িহাট্টার আগুনে প্রাণহানিতে শোক মন্ত্রিসভার

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে  হতাহতের ঘটনায় এবং বইয়ের ফেরিওয়ালা মো. হারিছ উদ্দিন ওরফে পলান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে মন্ত্রিসভা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন ২০১৯-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকের শুরুতেই গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে  দগ্ধ হয়ে ৭১ জনের মৃত্যু ও আরও ৫৫ জন আহত হওয়ায় মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে। মন্ত্রিসভা এ ঘটনায় নিহতদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে। এ ছাড়া হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি মন্ত্রিসভা সমবেদনা জ্ঞাপন করেছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে নিজের টাকায় বই কিনে রাজশাহীর গ্রামে গ্রামে বই বিলি করে অভিনব আন্দোলনের সূচনাকারী মো. হারিছ উদ্দিন ওরফে পলান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আরও জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা। বৈঠকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে তার জন্য সবাই যেন একটু দোয়া করি।

সর্বশেষ খবর