বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বুড়িগঙ্গা-তুরাগে ফের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা-তুরাগে ফের উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা-তুরাগ তীরে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সকালে রাজধানীর বছিলা ব্রিজের নিচ থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। অভিযানে ৮৮টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব স্থাপনার মধ্যে বিভিন্ন কারখানা, বসতবাড়ি, সেমিপাকা ভবনসহ বহুতল ভবনও রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক আরিফুর রহমান জানিয়েছেন, গতকাল থেকে শুরু হওয়া এ অভিযান ১২ কার্যদিবস পর্যন্ত চলবে। অভিযানের দ্বিতীয় পর্বে বছিলার নিকটবর্তী বুড়িগঙ্গা তীরে হাইক্কার খাল ও তুরাগ তীরে চন্দ্রিমা উদ্যান এলাকায় এ অভিযান পরিচালিত হবে। ২৮ মার্চ পর্যন্ত চারটি পর্যায়ে এ অভিযান চলবে। এর আগে, ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ তীর থেকে ১ হাজার ৭২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার দুই তীরে যেসব অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভাঙা হচ্ছে। যতদিন পর্যন্ত নদী তীরের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে ততদিন এ অভিযান চলবে। নদী দখলকারীরা যেই হোক, তাকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। উচ্ছেদের পর সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ভিতরে গাছ লাগানো হবে যেন কেউ পুনরায় দখল করতে না পারে।

জানা গেছে, পশ্চিম হাজারীবাগে হাইক্কার খালের কাছে বুড়িগঙ্গা ও তুরাগের সংযোগস্থলে বছিলা এলাকায় অবৈধভাবে গতকাল উচ্ছেদ অভিযান এলাকা পরিদর্শনে গিয়ে নৌ-সচিব আবদুস সামাদ জানান, অবৈধ দখলদারিত্বের সঙ্গে বিআইডব্লিউটিএর কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর