বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

একনেকে ৬ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাপানি বিনিয়োগকারীদের জন্য আড়াইহাজারে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠাসহ ৬ হাজার ২৭৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে একনেকে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়।

রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিং করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী রেল, সড়ক ও নৌপথে সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সড়কে আমরা প্রচুর প্রকল্প হাতে নিয়েছি, এখন রেল ও নৌপথের দিকে নজর দিতে হবে। সড়কের প্রকল্প আমরা নেব না তা নয়, কিন্তু রেল ও  নৌপথে বেশি জোর দিতে চাই। যোগাযোগের ক্ষেত্রে জাতীয় গ্রিড তৈরি করতে হবে।’ পরিকল্পনামন্ত্রী বলেন, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জাপানিজ ও স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করে শিল্পোৎপাদনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি এবং বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২ হাজার ৫৮২ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ২০১৮ সালের জুনে মোট ৭৯টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬টি সরকারিভাবে এবং অবশিষ্ট ২৩টি  বেসরকারিভাবে প্রতিষ্ঠা করা হবে। এম এ মান্নান বলেন, তাঁতিরা যেন সহজে ঋণ পায়, এ জন্য প্রধানমন্ত্রী সারা দেশের তাঁতিদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারপ্রধান ঢাকাসহ আশপাশের নদীগুলোকে রক্ষা করতে সিটি করপোরেশনকে আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন। একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন প্রকল্প, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, জয়পুরহাটে তুলশী গঙ্গা, ছোট যমুনা, চিড়ি ও হারাবতী নদী পুনর্খনন প্রকল্প, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা সিটি নেইবারহুড আপেন্ডেগ্রডিং প্রকল্প, দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্প এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প।

সর্বশেষ খবর