মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
চকবাজারে আগুন

ওয়াহিদ ম্যানসনের দুই মালিক বিদেশে পালিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজারের সেই অগ্নিকান্ডের স্থান ওয়াহিদ ম্যানশনের মালিক দুই ভাই হাসান ও সোহেল বিদেশে পালিয়েছেন। এক সপ্তাহ আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সোহেল সড়ক পথে পার্শ্ববর্তী একটি দেশে চলে গেছেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। আর অগ্নিকান্ডের সময় পরিবার নিয়ে চট্টগ্রামে থাকা হাসান সেখান থেকেই পার্শ্ববর্তী দেশে পাড়ি জমিয়েছেন।

হাসান ও সোহেল অগ্নিকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। ২০ ফেব্রুয়ারি ঘটনার রাতে নিহত জুম্মনের ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন। ওয়াহিদ ম্যানশনের মালিক হাসানের গাড়ি চালক মো. মনির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার রাতে আগুনের কিছুক্ষণের মধ্যে তিন তলার মালিক সোহেল দ্রুত তার পরিবারের লোকজনদের নিয়ে গেট দিয়ে  বের হয়ে চলে যান। তাদেরকে আমিই গেট পর্যন্ত এগিয়ে দেই। তিনি ওয়াটার ওয়ার্কস লেন দিয়ে চলে যান। আর আমার মালিক হাসান সাহেব, তিনি চট্টগ্রামে চলে যান। এরপর তার সঙ্গে আমার কোনো যোগাযোগই হয়নি। তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, হাসান চট্টগ্রামে থাকাবস্থাতেই আত্মগোপনে চলে যান। আমাদের কাছে খবর এসেছে হাসান এবং সোহেল দুজনই পার্শ্ববর্তী দেশে পাড়ি দিয়েছেন। এক সপ্তাহ আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সোহেল ভারতে চলে যান। এর কিছুদিন আগে ঠিক একই সীমান্ত দিয়ে ভারতে গেছেন হাসান। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ইব্রাহীম খান বলেন, দুই সহোদরকেই আমরা খুঁজছি। তারা মামলার এজাহারভূক্ত আসামি। জানা গেছে, আলোচিত ওয়াহিদ ম্যানশনের মালিক ছিলেন হাজী ওয়াহেদ। এরশাদের আমলে তিনি ছিলেন ওই এলাকার ওয়ার্ড কমিশনার। প্রায় একযুগ আগে তিনি মারা যান। এরপর উত্তরাধিকার সূত্রে ভবনটির মালিকানা পান তার দুই ছেলে হাসান ও  সোহেল। ভবনটির দেখভাল করতেন হাসান। তিনি পরিবার নিয়ে ওই ভবনেই থাকতেন। ওই ঘটনার পর  থেকে তাদের দেখা মেলেনি। তারা এখন কোথায় আছেন, তাও বলতে পারছেন না স্থানীয়রা।

সর্বশেষ খবর