সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

মারা গেল নীলগাই

প্রতিদিন ডেস্ক

মারা গেল নীলগাই

দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে মাদি নীলগাইটি মারা গেছে। শনিবার নীলগাইটির মৃত্যু হয় বলে রামসাগর জাতীয় উদ্যানের  তত্ত্বাবধায়ক আবদুস সালাম তুহিন জানান। খবর বিডিনিউজ। তিনি বলেন, প্রতিদিনের মতো শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে খাবার দিতে কেয়ারটেকার বেষ্টনীতে প্রবেশ করলে পুরুষ নীলগাইটি উত্তেজিত হয়ে ওঠে। কেয়ারটেকার ভয়ে দৌড় দেয়। এ সময় মাদি নীলগাইটি দ্রুত গতিতে ছুটতে গিয়ে তারের নেট ঘেরা বেষ্টনীতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এটি আসলে একটি দুর্ঘটনা, কারণ প্রতিদিনই এভাবেই খাবার দেওয়া হয়।

এ ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর হারুন-উর রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ভেটেরিনারি সার্জন গোলাম কিবরিয়া এবং সহকারী বনরক্ষক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থেকে মাদি নীলগাইটি স্থানীয় লোকজন আটক করলে বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে রামসাগরে নিয়ে আসে। আর রাজশাহীর মান্দায় আটক পুরুষ নীলগাইটিকে এ বছরের ৭ ফেব্রুয়ারি রামসাগর জাতীয় উদ্যানে আনা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর