বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আইভীর বক্তব্যের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর সাম্প্রতিককালে দেওয়া কিছু বক্তব্য বিস্ময় প্রকাশ ও ব্যাখ্যা চেয়ে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরণ করা হয়। ওই স্মারকলিপির মূল প্রতিপাদ্য বিষয় হলো, সম্প্রতি সিটি মেয়র আইভী এক সভায় বক্তব্য দেন যে, ‘সাগর-রুনির ব্যাপারে আমরা অনেক কিছুই জানি, তনু হত্যার বিচার কেন হচ্ছে না, সেটাও জানি কারা জড়িত। নারায়ণগঞ্জে আজ পর্যন্ত যত খুন হয়েছে সেসবই ওসমান পরিবারের দ্বারা হয়েছে।’ সম্প্রতি আইভীর সঙ্গে জামায়াতের কানেকশন অডিও ফাঁসসহ তার নানা বক্তব্যে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এ ছাড়া প্রশ্ন সরকারি দলের নেতৃবৃন্দ নানা প্রশ্নে জর্জরিত হচ্ছেন। বিব্রত এ পরিস্থিতি জানাতেই ওই স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে স্মারকলিপি পাঠ করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাছান ফেরদৌস জুয়েল গণমাধ্যম কর্মীদের জানান, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নারায়ণগঞ্জে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলেই একটি জনবিচ্ছিন্ন শ্রেণি একটি পরিবারকে টার্গেট করে মাঠে নামে এবং বিভিন্ন আপত্তিকর বক্তব্য প্রদান করা শুরু করে। তিনি আরও জানান, ‘আমরা লক্ষ্য করলাম, গত ৬ মার্চ মেয়র আইভী জনসম্মুখে বললেন, নারায়ণগঞ্জে আজ পর্যন্ত যত খুন হয়েছে সেসবই ওসমান পরিবারের দ্বারা হয়েছে। আমরা স্তম্ভিত হলাম। স্মারকলিপি প্রদানকালে নারায়ণগঞ্জের প্রায় ২১ শ্রেণির পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা হলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্যরা, জাতীয়ভিত্তিক ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলররা, শিক্ষক নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ, বিকেএমই-এ নেতৃবৃন্দ, হোসিয়ারি অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাট আড়তদার সমিতি নেতৃবৃন্দ, নিউজ পেপারস অনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন প্রেস ক্লাব, পেশাজীবী স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি ও ৫টি উপজেলা পূজা উদযাপন কমিটি, নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ, নারায়ণগঞ্জ জেলা আইন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সোনারগাঁ পৌরসভা মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কার্যকরী পরিষদ সদস্যগণ, ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্যগণ ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ,  জেলা মসজিদ ইমাম কমিটি ও বিভিন্ন মসজিদের ইমামগণ, ঘাতক দালাল নির্মূল কমিটি নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব কার্যকরী কমিটি নেতৃবৃন্দ স্মারকলিপিতে স্বাক্ষর প্রদান করেন। নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজের নিবেদনে  জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া ওই স্মারকলিপিটির অনুলিপি মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা বরাবর প্রদান করা হয়েছে। এ ছাড়া মেয়র আইভী দেওয়া বক্তব্য অডিও-ভিডিও সংবলিত পেইন ড্রাইভ (লিখিত ভাষ্যসহ) সরবরাহ করা হয়েছে।

সর্বশেষ খবর