বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শোক আর শ্রদ্ধায় সমাহিত করা হলো বাবা-ছেলেকে

নিউজিল্যান্ডে মসজিদে হামলা

প্রতিদিন ডেস্ক

শোক আর শ্রদ্ধায় সমাহিত করা হলো বাবা-ছেলেকে

শেষকৃত্যের দিনে গতকাল শোক আর শ্রদ্ধায় সমাহিত করা হয়েছে ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাবা-ছেলেকে। হামলায় নিহত ৫০ জনের মধ্যে প্রথমে দাফন করা হয় তাদের। তারা হলেন সিরীয় শরণার্থী খালেদ মুস্তাফা (৪৪) ও তার ছেলে হামজা (১৬)। সূত্র : রয়টার্স, স্টাফ, আলজাজিরা। নামাজে জানাজা শেষে তাদের ক্রাইস্টচার্চ মেমোরিয়াল পার্ক কবরস্থানে দাফন করা হয়। এর আগে জানাজা ও দাফনের জন্য সাদা কাফনে জড়িয়ে তাদের লাশ নিয়ে আসা হয়। ইসলামী নিয়ম অনুযায়ী সদ্যখোঁড়া কবরে কিবলামুখী করে তাদের চিরশায়িত করা হয়। তাদের জানাজায় অংশ নেন কয়েক শ মানুষ। ১৫ মার্চের ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের জানাজায় অংশ নিতে অকল্যান্ড থেকে হাজির হয়েছিলেন গুলশাদ আলী। তিনি বলেন, ‘এটি আমার জন্য খুবই আবেগঘন একটি মুহূর্ত।’ এদিন ক্রাইস্টচার্চ মেমোরিয়াল পার্ক কবরস্থান এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

 মোতায়েন করা হয় রাইফেল-রিভলবারসজ্জিত পুলিশ সদস্যদের। জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের অজুর জন্য আলাদা ব্যবস্থা করা হয়। এদিকে হামলায় নিহত বাকিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর হলে তাদেরও এরপর দাফন করা হবে।

সর্বশেষ খবর