বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
সুপ্রভাতের চালক রিমান্ডে

তরুণীকে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে চাপা দেয় আবরারকে

নিজস্ব প্রতিবেদক

তরুণীকে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে চাপা দেয় আবরারকে

আটক চালক

এক নারী পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালানোর সময় সুপ্রভাত পরিবহনের বাসটি আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয় বলে জানিয়েছে পুলিশ। আবরারের মৃত্যুর ঘটনায় গতকাল দায়ের করা মামলার এজাহারেও পথচারীকে চাপা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুপ্রভাতের বাসটি শাহজাদপুরের বাঁশতলা এলাকায় সিনথিয়া সুলতানা মুক্তাকে (২০) ধাক্কা দেয়। এরপর দ্রুতগতিতে পালানোর সময় বসুন্ধরা আবাসিক এলাকার গেটের কাছে আবরারকে চাপা দেয়। ওই পথচারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তার স্বজনরা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, আহতের পা ও হাতে প্লাস্টার করা হয়েছে। চিকিৎসকরা তাকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। সুপ্রভাত বাসের চালকের সাত দিন রিমান্ড : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের মামলায় গ্রেফতার সুপ্রভাত পরিবহনের বাসের চালক সিরাজুল ইসলামকে সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সিরাজুলের চালানো বাসের চাপায় আবরার নিহত হন বলে স্বীকার করেছেন। চালকের সহকারীর নাম আসামি প্রকাশ করেননি। তবে বাস মালিকের নাম বলেছেন। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

সর্বশেষ খবর