শিরোনাম
শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ডাকসু ভিপির দায়িত্ব নিচ্ছেন নুরুল

অভিষেক আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জয়ী নেতারা আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ’-এর প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও আজ দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, ‘ডাকসুর অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করব। তবে পুনর্নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সমস্যা রয়েছে তার সমাধানকল্পে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চলবে।’ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের  আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ খান, মো. ফারুক হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে ডাকসুর দায়িত্ব গ্রহণের বিষয়ে সংগঠনের সম্মতি জানিয়ে বক্তব্য দেন হাসান আল মামুন। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নুরুল হক নুর ও আখতার হোসেন সাধারণ শিক্ষার্থীর ম্যান্ডেটে জয়ী হয়েছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে সংগঠন তাদের দায়িত্ব নেওয়ার পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘এত প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা আমাদের ভোট দিয়েছেন, সে ভোটের প্রতি শ্রদ্ধা রেখে, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দায়িত্ব নিচ্ছি।’ পুনর্নির্বাচনের দাবিতে অনড় থাকলেও দায়িত্ব গ্রহণের যৌক্তিকতা তুলে ধরে নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়মের প্রতিবাদ করার জন্য এবং ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেই আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা পুনর্নির্বাচন চাই। বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় কথা বলার আছে, সেসব জায়গায় কথা বলতেই আমরা দায়িত্ব নিচ্ছি এবং আমাদের পুনর্নির্বাচনের যে চাওয়া তাও আমাদের বরাবরের মতোই রয়েছে।’ উল্লেখ্য, আজ বেলা ১১টায় ডাকসু ভবনে নির্বাচিতদের সঙ্গে মতবিনিময় করবেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ওই সভা শেষেই দায়িত্ব নেবেন নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ। একই সময়ে হল সংসদের নেতারাও হল প্রাধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নেবেন।

সর্বশেষ খবর