শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে এক রাতে নিহত ৩

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধের দুই ঘটনায় এক রাতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহতরা সবাই একাধিক মামলার আসামি ছিলেন।

জানা গেছে, গতকাল গভীর রাতে কক্সবাজার শহরের খুরুশকূল রাস্তারমাথা সংলগ্ন ব্রিজ এলাকায় এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় গোলাগুলির এসব ঘটনা ঘটে। খুরুশকূল এলাকায় অভিযান চালানোর বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের

ওসি হুমায়ূন কবির জানান, ছিনতাইয়ের খবরে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত কোরবান আলী (২৫) কক্সবাজার শহরের মোহাজের পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। কোরবানকে ‘চিহ্নিত ছিনতাইকারী’ দাবি করে ওসি বলেন, ২০১৭ সালের ডিসেম্বর মাসে কক্সবাজার শহরের গোলচক্কর এলাকায় আবু তাহের সাগর নামে এক পর্যটক হত্যা মামলার আসামি তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে পাঁচটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওসি দাবি করেন, এ গোলাগুলির ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাত ২টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার নাজিরপাড়ার এজাহার মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৪০) এবং জালিয়াপাড়ার আবদুস শুক্কুরের ছেলে নুরুল আমিন (৩৫)। পুলিশ বলছে, নিহত দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী’। তাদের মধ্যে নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদক পাচার, মানি লন্ডারিং ও সাংবাদিকদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। আর নুরুলের বিরুদ্ধে মাদক পাচার, হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত তিনটি মামলা রয়েছে। ওসি জানান, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়ার পাহাড়ি এলাকায় মাদক কারবারিরা জড়ো হয়েছে খবর পেয়ে মধ্যরাতের পর পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গুলিবিদ্ধ দুইজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, আটটি বন্দুক ও ২০টি গুলি উদ্ধার হয়েছে। এ অভিযানে পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

সর্বশেষ খবর