রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ক্রাইস্টচার্চের দুই মসজিদ খুলে দেওয়া হয়েছে

প্রতিদিন ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার শিকার মসজিদ দুটি আবারও খুলে দেওয়া হয়েছে। সংস্কারের পর দেয়ালে নতুন রঙের প্রলেপ ঢেকে দিয়েছে বুলেটের ক্ষত। গতকাল শনিবার খুলে দেওয়ার পর লোকজন মসজিদ দুটিতে নামাজ পড়েন, যাদের মধ্যে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরাও ছিলেন বলে জানায় বার্তা সংস্থা  রয়টার্স। নামাজের সময় সশস্ত্র পুলিশ মসজিদের বাইরে পাহারা দিয়েছে। তবে ভয়াবহ ওই হামলার কথা স্মরণ করিয়ে দেওয়ার মতো কোনো কিছু সেখানে ছিল না। গত ১৫ মার্চ জুমার নামাজের সময় উগ্র ডানপন্থি এক বন্দুকধারী ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে প্রার্থনারত মানুষদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে। তার মধ্যে হ্যাগলি পার্কের আল নূর মসজিদেই ৪০ জনের বেশি মানুষ নিহত হয়।

সর্বশেষ খবর