সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, কোটা আন্দোলনের নামে নিরীহ ছাত্রদের ব্যবহার করে যারা জ্বালাও-পোড়াও করেছে, তারা মূলত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই তাদের বিচার হতে হবে রাষ্ট্রদ্রোহিতার আইনে। তিনি বলেন, এখানে আমেরিকার ম্যাথিউ মিলার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা ডেমোক্রেসি ওয়াচ কী বলল, সেটা দেখলে চলবে না। মনে রাখতে হবে, মাথা আমাদের, মাথাব্যথাও আমাদের। তাই মাথাব্যথার ওষুধও আমরাই ঠিক করব। গতকাল মোবাইল ফোনে তিনি বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এ আন্দোলনে এতগুলো প্রাণ ঝরে যাওয়ার দায় বিএনপি-জামায়াতকেই নিতে হবে। তারা সব সময়ই লাশের রাজনীতি করে। বিএনপি-জামায়াত মনে করে লাশ পড়লেই আন্দোলন চাঙা হয়। তিনি বলেন, একাত্তরের পরাজিত এ অপশক্তি নিরীহ ছাত্রদের ভুল বুঝিয়ে সামনে এনেছে। আপিল বিভাগের রায়ের পর ছাত্ররা ঠিকই বুঝতে পেরেছে, সরকারের হাতে কিছুই ছিল না। বিচারপতি মানিক বলেন, এ আন্দোলন চাঙা করতে বিদেশ থেকেও অনেক টাকা এসেছে। দেশের কয়েকজন বড় ব্যবসায়ীও ফান্ডিং করেছে। তিনি বলেন, কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের অনেকেরই হয়তো পকেট ভরে গেছে। সব ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। দেশকে একাত্তরের পরাজিত অপশক্তি থেকে রক্ষা করতে হবে। এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, এ আন্দোলনে পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। অনেক পুলিশ, র্যাব আক্রান্ত হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন দেওয়া হয়েছে। মেট্রো স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওযে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বিআরটিএ ভবনে তান্ডব চালানো হয়েছে। দেশ অচল করে দেওয়ার সব চেষ্টাই ষড়যন্ত্রকারীরা করেছে। এ তান্ডবে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এর থেকে বেরিয়ে আসতে আমাদের অনেক সময় লাগবে। বিচারপতি মানিক বলেন, মনে রাখতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। তিনি যেভাবে পুরো বিষয়টি হ্যান্ডেল করেছেন, জামায়াত-শিবির এটা চিন্তাও করতে পারেনি। শেখ হাসিনা সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল। তিনি আরও বলেন, আমাদের গৌরবের সেনাবাহিনী এ আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা দেশরক্ষার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।
শিরোনাম
- চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি ক্রেতাদের
- মাদারগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- শেরপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টঙ্গীবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ইসলামাবাদে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
- গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি : গোলাম পরওয়ার
- নেত্রকোনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- নোবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
- খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- বিডিইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
- আদানির সাথে চুক্তিটি সঠিক হয়নি : জ্বালানি বিশেষজ্ঞ ড. তামিম
- বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ
- চার দিনের সফরে রাতে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
- পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
- বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত