নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের আয়ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ ৩১ জুলাই। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল আয়-ব্যয়ের হিসাব জমা দিলেও এখনো অনেক নিবন্ধিত দল হিসাব জমা দেয়নি।
এদিকে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া জাতীয় পার্টির (জাপা) হিসাবে দেখা যায়, আগের বছরের তুলনায় তাদের আয় ও ব্যয় দুই-ই কিছুটা কমেছে। তবে তহবিল আগের চেয়ে বেড়েছে। জাপার হিসাব বিবরণী অনুযায়ী, ২০২৩ সালে আয় করেছে ২ কোটি ২২ লাখ ২ হাজার ৪০৫ টাকা। আর ব্যয় করেছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। দলটির ব্যাংকে আগের স্থিতি ছিল ১ কোটি ৭৭ হাজার ৪২৬ টাকা। বর্তমানে দলটির তহবিল হচ্ছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকা। ২০২২ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছিল ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। গতকাল জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের স্বাক্ষরিত হিসাব বিবরণী ইসিতে জমা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।