পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, সবকিছুরই লিমিট রয়েছে। প্রত্যেককে তার লিমিটের মধ্যে থাকতে হবে। লিমিট ক্রস করা যাবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন। কিন্তু সরকার পুলিশকে দিয়ে সেই সংকট সমাধানের চেষ্টা করছে। সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদ বানানোর চেষ্টা চলছে। রাজনৈতিক কথাবার্তা রাজনীতিবিদদেরই বলতে হবে। সেটা না করে সরকারি কর্মকর্তাদের দিয়ে রাজনৈতিক কথা বলানো হচ্ছে। এটা খুবই খারাপ চর্চা। এর ফলে পেশাদারির জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছুরই লিমিট আছে। সরকারি কর্মকর্তারা তো লিমিট ক্রস করতে পারেন না।
পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বলেন, দেশ বর্তমানে শুধু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে না, বরং মহাসংকটের মধ্যে রয়েছে। এই সংকটের শুরুটা যেভাবে হয়েছিল তা কিন্তু খুব সহজেই সমাধান করা যেত। গায়ের জোরে সবাই মিলে এই সমস্যাটাকে এতদূর নিয়ে এসেছে। এতগুলো প্রাণহানি ঘটল, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করল, সরকারি সম্পদ নষ্ট হলো- এগুলোর দায়ভারটা আসলে কার? এই পরিস্থিতিটা কেন সৃষ্টি করা হলো? চাইলেই এই পরিস্থিতিটা এভয়েড (এড়িয়ে যাওয়া) করা যেত। আলোচনার মাধ্যমে সবকিছুর সুরাহা করা যেত। কিন্তু আলোচনার দ্বার বন্ধ করে দিয়ে যুদ্ধ শুরু করে দেওয়া হলো।