বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমি মনে করছি না এ সংকট থেকে সহসা কোনো উত্তরণের উপায় আছে। তিনি বলেন, আমি সন্দেহ করছি, দেশে যে সংকট আছে সরকার তা বুঝতে পারছে কি না। আর এ সংকট যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে দমন করা সম্ভব নয়, এটিও সরকার বুঝছে কি না তা নিয়েও সন্দেহ আছে। এর সমাধান যে একটি পলিটিক্যাল প্রসেসে হতে হবে, তা সরকার বুঝছে কি না এ ব্যাপারে আমি নিশ্চিত নই। সংকট সরকার যদি সমাধান করতে না চায়, সংকট যে আছে তা যদি সরকার স্বীকার না করে এবং এর রাজনৈতিক-সামাজিক প্রতিকার না খোঁজে, তাহলে সংকট কেমন করে সমাধান হবে? প্রশ্ন রাখেন এ আইনজীবী। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, দেশে চলমান সংকট সমাধানের জন্য বা সংকট থেকে সম্পূর্ণ উত্তরণের সুযোগ সরকার হারিয়েছে। সরকারকেই উদ্যোগী হয়ে এ সংকটের নিরসন করতে হতো। আমার ধারণা, সরকার কোটার বিষয়টি নিয়ে খেলেছে। একবার কোটা বাতিল হয়ে যাওয়ার পর আবার যখন কোটা প্রথা ফিরে আসে তখন আদালতে সরকার কতটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে এটি খতিয়ে দেখতে হবে। শেষ পর্যন্ত অনেক প্রাণের বিনিময়ে আমরা কোটা সংস্কারের বিষয়ে একটি ধারণা বা দিকনির্দেশনা পেলাম আদালত থেকে। তিনি বলেন, সরকার এখন শোক পালন করছে, আদালতও এখন নির্দেশ দিয়েছে কোটা প্রথার ব্যাপারে। কিন্তু এরই মধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। এ প্রাণগুলো সব তরুণ ও যুবক। কোনো ক্ষেত্রে শিশুপ্রাণও। এ রকম ক্ষেত্রে দেশের জনগণ আসলে খুবই শোকাবহ, স্তম্ভিত এবং মর্মাহত অবস্থায় আছে। তাদের আশ্বস্ত করার মতো সরকারের কাছে আসলে কী আছে আমি জানি না। সরকার যদি প্রথম যেদিন ছাত্র মারা গেল এরপরই ঘোষণা দিত যে ছাত্র হত্যার বিচার করবে এবং বিচারের প্রক্রিয়া শুরু করত তাহলে মানুষের রাগ হয়তো কিছুটা প্রশমিত হতো। কিন্তু তা না করে যেখানে ২৫০ জন মানুষ এ ঘটনায় মৃত্যু হয়েছে কিন্তু সরকার এখনো ১৪৭ জন বলে যাচ্ছে। আবার রংপুরের যে ছেলেটি মারা গেল, তার ক্ষেত্রে আমরা চোখের সামনে দেখলাম সে গুলিতে মারা গেল কিন্তু সরকার এফআইআরে লিখে রাখল ইটপাটকেলে ছেলেটির মৃত্যু হয়েছে। এগুলো মানুষের ক্ষোভকে, মানুষের সন্দেহকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। আসলে অনেক বছর ধরেই মানুষের অনেককিছু নিয়ে ক্ষোভ আছে।
শিরোনাম
- নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
- বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
- ‘ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি’
- টি-টোয়েন্টি সিরিজের আগে পরিকল্পনা জানালেন সৌম্য
- বশেমুরকৃবিতে শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ
- কোম্পানীগঞ্জে জামায়াত-শিবির নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ
- কলাপাড়ায় বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু
- বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু নোভা
- ‘মিথ্যা খবর’ প্রচারের অভিযোগে নাইজারে বিবিসির সম্প্রচার স্থগিত
- লক্ষ্মীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- নানা নাটকীয়তার পর অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- মোরেলগঞ্জে মহিলাদলের কর্মীসভা
- ইমাদ-আমিরের অবসর, যা বলছে পিসিবি
- ব্যাটেও ধার নেই: আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং?
- শহিদ বুদ্ধিজীবীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
- শহিদ বুদ্ধিজীবী দিবসে বাউবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
- শাবিপ্রবিতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ভারত থেকে এলো ৪৬৮ মেট্রিক টন আলু
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার আশা সৌম্যের
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪
সহসা সংকট উত্তরণের উপায় নেই
-- সৈয়দা রিজওয়ানা হাসান
জিন্নাতুন নূর
এই বিভাগের আরও খবর