ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, এ কয়েক দিনে সহিংসতায় ব্যবসাবাণিজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের কাছে কিছু জিনিস চেয়েছি। এর মধ্যে পোর্টের ডেমারেজ চার্জ মওকুফ ছিল একটা। সরকার আমাদের এ দাবি মেনে নিয়েছেন। আমরা আরও কিছু দাবি করেছি। বাণিজ্যের ওপর বিশেষ ছাড় দিতে হবে সরকারকে। এ সময় সুবিধা দিলে বাণিজ্য এগিয়ে যাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের পুরো রিদমে কাজ করতে হবে। এ জন্য ছুটির দিনও কাজ করতে হবে। কাজ করা না গেলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমাদের কাজের সময় বাড়াতে হবে অথবা বন্ধের দিনে কাজ করতে হবে। এর মাধ্যমে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।
ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, এ ক’দিন শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারা বছরের হিসাবের টার্নওভার ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে। এর থেকে কত শতাংশ আমরা কাটিয়ে উঠতে পারব সেটা দেখার বিষয়। এ জন্য বাকি ১১ মাস পুরোদমে আমাদের কাজ করতে হবে।