কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ইমন (১৭) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি একটি হোটেলের কর্মচারী ছিলেন। শুক্রবার রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা নতুন বাজার বাঁশেরটেকে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। জানা গেছে, তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। ঢামেকে ইমনের বোন তাহমিনা ও দুলাভাই শামীম জানান, ইমন খাবারের হোটেলে কাজ করতেন। হোটেলে যাওয়ার পথে ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়।