কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আরও ১০৪ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন দেশের বিভিন্ন আদালত। গতকাল ছুটির দিনে এসব জামিন দেওয়া হয়েছে বলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের চারজন, রংপুর বিভাগের ১২ জন, ময়মনসিংহ বিভাগের চারজন রয়েছেন। আমাদের আদালত প্রতিবেদক জানান, ঢাকা বিভাগে জামিনপ্রাপ্তদের মধ্যে শুধু ঢাকার আদালতেই জামিন পেয়েছেন ২৬ জন এইচএসসি পরীক্ষার্থী।
এর আগে শুক্রবার দেশের বিভিন্ন আদালত থেকে আরও ৭৮ পরীক্ষার্থীর জামিন হয়েছিল বলে জানিয়েছিল আইন মন্ত্রণালয়। শুক্রবার ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ছয়জন ও রংপুর বিভাগের তিনজনকে জামিন দেওয়া হয়।