নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। আগামীতে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব ক্ষেত্রে মেধা, সততা ও গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি। মাহমুদুর রহমান মান্না বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। ছাত্রদের নেতৃত্বে সারা দেশের সব শ্রেণি-পেশার মানুষ যেভাবে এই অভ্যুত্থানে সম্পৃক্ত হয়েছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। এই অভ্যুত্থান হাসিনা সরকারের স্বৈরাচারী শাসনের সুবিধাভোগী গুটিকয়েক মানুষ ছাড়া সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে। এই গণ অভ্যুত্থানের পর দেশের জনগণ নতুন বাংলাদেশ দেখতে চায়। অভ্যুত্থান, স্বৈরাচার হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা ছিল এই আকাক্সক্ষা বাস্তবায়নের প্রথম ধাপ। তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকার জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থতির যে অবনতি ঘটেছে, তা অতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। গত ১৬ বছরে দেশের সব সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠিত করা নতুন সরকারের প্রথম কাজ। বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করা, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের আস্থায় ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, বিগত সরকারের আমলে সংঘটিত সব অপরাধের বিচার এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পর অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে। তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে দেশের জনগণ জীবন দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, সেই প্রত্যাশা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। রাষ্ট্রের গঠনমূলক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সহযোগিতা করবে নাগরিক ঐক্য।
শিরোনাম
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’
- বাগেরহাটে সবজি-মাছে স্বস্তি মিললেও চাল-আলুতে অসস্তি
- গত ১৫ বছর একাত্তরের ইতিহাসকে বিকৃত করা হয়েছে : মির্জা ফখরুল
- টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়
- দেশের সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন করেছেন জিয়াউর রহমান : রুমানা
প্রকাশ:
০০:০০, রবিবার, ১১ আগস্ট, ২০২৪
আপডেট:
অগ্রাধিকার মেধা সততা ও গ্রহণযোগ্যতায়
-- মাহমুদুর রহমান মান্না
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর