চট্টগ্রামে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। পেছনের গাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানি করা হয়েছে। বুধবার রাতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের টেকের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুর পর লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে পরিবারের সদস্যরা উত্তর ফটিকছড়িতে ফিরছিলেন। অ্যাম্বুলেন্সের পেছনে হাইস মাইক্রোবাসে ছিলেন স্বজনরা। নারায়ণহাট ভাঙা ব্রিজ পেরিয়ে টেকের দোকান এলাকায় পৌঁছালে ডাকাত দল অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের গতি রোধ করে ছয়-সাত জনের মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা, নারীদের স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নেয়। পরে গাড়ি ভাঙচুর ও স্বজনদের মারধর করে। এ সময় তারা নারীদের শ্লীলতাহানি ঘটায়।
ভূজপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নারায়ণহাটে ডাকাতির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা হয়েছে।