গাজীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় সাড়ে ৫ ঘণ্টা অবরোধ করে রাখেন। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
শ্রমিক ও স্থানীয়রা জানান, টিএনজেড গ্রুপে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছে। তাদের জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই তাদের বকেয়া পাওনা বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়ে দিন-তারিখ নির্ধারণ করলেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। সর্বশেষ ২০ আগস্ট পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বুধবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় গতকাল সকালে শ্রমিকরা আবারও কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে গিয়ে অবরোধ করেন। বিকাল পৌনে তিনটা পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘণ্টা সড়ক অবরোধের কারণে উভয়দিকের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।