মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণামূলক জনসমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সবচেয়ে বিপজ্জনক প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘কমলা হ্যারিস অপরাধ, বিশৃঙ্খলা, ধ্বংস ও মৃত্যু ডেকে আনবেন। তিনি যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। সূত্র : রয়টার্স, আলজাজিরা, বিবিসি।
ট্রাম্প নর্থ ক্যারোলিনায় আয়োজিত নির্বাচনি জনসমাবেশে এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, কমলা হ্যারিস সবচেয়ে কট্টরপন্থি। তিনি সবাইকে সতর্ক করে বলেন, কমলা জয়ী হলে লক্ষাধিক চাকরি রাতারাতি বিলুপ্ত হবে এবং সাধারণ মানুষের সম্পদ হুমকির মুখে পড়বে। ট্রাম্প উল্লেখ করেন, তার শাসনকালে বিশ্বজুড়ে মার্কিন শত্রুরা আমেরিকাকে হালকাভাবে নেওয়ার সাহস করেনি। কিন্তু নভেম্বরের নির্বাচনে যদি হ্যারিস জয়ী হন, তাহলে পরিস্থিতি উল্টে যাবে। তিনি বলেন, আপনারা অপরাধের এমন মাত্রা দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি। কিন্তু আমি আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তি রক্ষা করব। এদিকে কমলা হ্যারিসের পক্ষ অবলম্বন করে ডেমোক্র্যাট সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্পকে স্বার্থপর আখ্যায়িত করে ক্লিন্টন বলেন, কমলা হ্যারিস হলেন সেই নেতা যিনি মানুষের পাশে দাঁড়াতে জানেন, অন্যদিকে ট্রাম্প শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করেন। এই সম্মেলনে কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দৃঢ়চেতা নেতা বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমি জানি, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস আমাদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। আমি হ্যারিসকে কয়েক দশক ধরে চিনি। তিনি একজন দৃঢ়চেতা নেতা। একই সঙ্গে তিনি নীতিনির্ধারণে বিজ্ঞ ও সুবক্তা।’ উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।