দালাল চক্রের ফাঁদে পড়ে উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন বুনেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শেখ নাঈম (২৫)। কিন্তু সেই স্বপ্ন লিবিয়ায় গিয়ে ফিকে হয়ে যায়। ২৩ আগস্ট পরিবারের কাছে খবর আসে নাঈম আর বেঁচে নেই! এর মাঝে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। শেখ নাঈম ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের কৃষক শেখ নূর হোসেনের ছেলে। ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের (বিএসসি) শিক্ষার্থী ছিলেন নাঈম। নাঈমের মৃত্যুর খবরে পরিবারের লোকজন শোকে স্তব্ধ হয়ে গেছেন। নাঈমের মা-বোনের বিলাপে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। নাঈমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, একই গ্রামের ইতালি প্রবাসী শেখ মেহেদির ফাঁদে পড়েন নাঈম। তার সঙ্গে ১৪ লাখ টাকা চুক্তিতে গত জানুয়ারি মাসে চলে যান লিবিয়ায়। সেখানে বন্দি হয়ে পড়েন মাফিয়া চক্রের হাতে। শুরু হয় অমানবিক নির্যাতন। একপর্যায়ে ২০ লাখ টাকা পাঠায় পরিবার। কিন্তু মুক্তিপণের টাকা পৌঁছানোর আগেই তাকে মেরে ফেলা হয়েছে বলে খবর এসেছে। নাঈমের ছোট ভাই শেখ ফাহিম জানান, এ চক্রের হাতে বন্দি হন একই উপজেলার মালিগ্রামের এক যুবক। তিনি ২২ আগস্ট সকালে ওই মাফিয়া চক্রের হাত থেকে মুক্তি পান। এরপরই ফোনকলে তার পরিবারের লোকজনের কাছে জানান, কয়েক মাস আগেই নাঈমকে মেরে ফেলেছে তারা। কোনোভাবেই যেন নাঈমের পরিবার আর কোনো টাকা ওদের না দেয়। এর আগে বন্দি অবস্থায় মাফিয়া চক্রটি নির্যাতনের অডিও, ভিডিও পাঠিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেয় বলে জানান নাঈমের বাবা শেখ নূর হোসেন। তিনি বলেন, জমিজমা বিক্রি করে ১৪ লাখ টাকা দিয়ে পাঠিয়েছিলাম। দালাল মেহেদির বাড়ি আমার বাড়ির পাশে হওয়ায় আমাদের বিশ্বাস ছিল। কিন্তু লিবিয়ায় নিয়েই মাফিয়া চক্র নির্যাতন শুরু করে। নির্যাতনের ভিডিও, অডিও আমাদের কাছে পাঠিয়ে টাকা দাবি করে। আমরা তখন দালাল মেহেদির সঙ্গে যোগাযোগ করলে সে টালবাহানা করতে থাকে। নূর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০ লাখ টাকা নেওয়ার বেশ কিছুদিন আগেই নাঈমকে মেরে ফেলে লিবিয়ার মাফিয়া চক্র। দালাল মেহেদি সবকিছু জেনেও আমাদের কাছে গোপন করে একের পর এক টাকা হাতিয়ে নিয়েছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, বিষয়টি নিয়ে ওই পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। তাদের আদালতের মাধ্যমে মামলা করতে বলেছি। কারণ, ঘটনাস্থল দেশের বাইরে হওয়ায় আইনগত জটিলতায় যেন পড়তে না হয় তাদের।
শিরোনাম
- নারী-পুরুষের সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে : জামায়াত আমির
- তিন জেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
- হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে : তারেক রহমান
- শাবিপ্রবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে শিক্ষার্থীরা
- দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হবে : পরিবেশ উপদেষ্টা
- ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, কিন্তু স্থায়ীভাবে থাকবে?
- শেখ হাসিনার আমলে উত্তরবঙ্গের সাথে অবিচার হয়েছে : সারজিস
- গ্যাবা টেস্টে মাঠে নামছেন হ্যাজেলউড
- ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতার
- ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে
- তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
- পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
- নীলফামারীতে মাল্টা-কমলাসহ নানা জাতের ফল
- লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
- রক্তক্ষয়ী অবরোধ, মিয়ানমারের ২৭০ কিমি এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে
- মধ্যপ্রাচ্যে উত্তেজনা: গোলান মালভূমিতে কী করছে ইসরায়েল?
- কালীগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
- বায়ুদূষণে বিশ্বে আজ তৃতীয় অবস্থানে ঢাকা
- সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজ রাতে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রকাশ:
০০:০০, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
আপডেট:
পরিবার পেল মৃত্যু সংবাদ
২০ লাখ টাকায়ও লিবিয়ায় মুক্তি মেলেনি নাঈমের
ফরিদপুর প্রতিনিধি
এই বিভাগের আরও খবর