গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পরিবহন খাতে চাঁদাবাজদের আস্তানা ভেঙে দিতে হবে। চাঁদাবাজ মুক্ত করে এই খাতকে কল্যাণমূলক খাতে পরিণত করতে হবে। কোনো মাফিয়াতন্ত্র, চাঁদাবাজির জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। পরিবহন খাতে যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালীতে যেসব চাঁদাবাজির দোকান ছিল সেগুলো বন্ধ করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সড়ক পরিবহনে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, পরিবহন ইউনিট এই আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক ও পরিবহন মালিক নেতারা বক্তব্য রাখেন।