বিএনপির সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রক্তের দাগ শুকানোর আগেই দলটি যা ঘটাল, তাতে জনগণের সমর্থন হারিয়েছে। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এবং অভ্যুত্থানের স্প্রিট রক্ষায় করণীয়’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি। মান্না আরও বলেন, ‘জাতীয় ঐকমত্যের কথা মাথায় রেখে এখনই সাংবিধানিক সংস্কারের ব্যবস্থা করতে হবে। না হলে আবারও একই দিকে যাবে পরিবর্তনের বাংলাদেশ।’ বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা করেছে তাদের বিচার যেমন প্রতিহিংসার ছিল না, তেমনি ১৬ বছরে চলা নানান গণহত্যার বিচার ঠিক একই রকম। সারা দেশে থানা-পুলিশ এখনো পুরোপুরি কাজ শুরু করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। এখনো কিন্তু এই সরকারের পা পিছলে যেতে পারে। সরকারকে এসব খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবেন না। সরকারকে বলব আপনারা কোথায় থামবেন সেটা দ্রুত স্পষ্ট করুন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা শাসক চাই না, দেশ চালানোর জন্য চাই জনগণের একজন প্রতিনিধি। যার ক্ষমতা কখনোই গণমানুষের থেকে বেশি না হয়। তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে।