ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এই মুহূর্তে সারা দেশের শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উৎপাদন চালিয়ে নেওয়ার জন্য শিল্পাঞ্চলের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনাই একমাত্র কাজ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, সবার আগে শিল্প কারখানায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ব্যবসা-বাণিজ্যের জন্য শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যারা ব্যবসা-বাণিজ্য করেন, দোকান আছে, এমন সবখানে নিরাপত্তা দিতে হবে। এর বাইরে ব্যবসায়ীরা এখন আর কিছু চাচ্ছে না। আগে জানমাল, সম্পদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।