নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প খাতে হামলা ও ভাঙচুরের জন্য দেশি-বিদেশি চক্র দায়ী। বিষয়টি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সরকার ও উদ্যোক্তারা নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে ষড়যন্ত্র রয়েছে। যারা আন্দোলন করছেন, তারা কেউই শ্রমিক নন, সবাই বহিরাগত।’ পুরুষ শ্রমিক বেশি নিয়োগের যে দাবি করা হচ্ছে, সেটি উদ্ভট বলে মন্তব্য করেন তিনি। মোহাম্মদ হাতেম বলেন, আমরা সব সময় শ্রমিকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি। অতীতেও তিন পক্ষ (মালিক-শ্রমিক-সরকার) আলোচনার মাধ্যমে সমাধান করেছি। শ্রমিকদের যৌক্তিক দাবি থাকলে আমরা সমাধানের চেষ্টা করব। তবে যারা অযৌক্তিক দাবি নিয়ে এই খাতকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।