ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে। এমন ঢালাও অভিযোগ কাম্য নয়। এ ছাড়া কোথাও কোথাও বিচারকের ওপর চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা কাম্য নয়। এ বিষয়ে হাই কোর্ট বিভাগের প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা চাওয়া হয়। এতে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি দেশের কোথাও কোথাও বিচারকের ওপর চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে জনবান্ধব ও আস্থাশীল একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে বিচার বিভাগকে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে, কিছুদিন ধরে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে, দেশে বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ এবং গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছেন। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।
শিরোনাম
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
- নোবিপ্রবিতে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন
- টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে মিরাজ
- ‘শিপিং খাত থেকে এই প্রথম ৪৭৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা’
- আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত
- রুটকে পেছনে ফেলে টেস্টে এক নম্বর ব্রুক
- শাবিপ্রবিতে ‘অযৌক্তিক ফি’ বাতিলের দাবিতে মানববন্ধন
- সাবেক বিমান প্রতিমন্ত্রীর জামিন স্থগিত চেয়ে আবেদন
প্রকাশ:
০০:০০,
বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন
বিচারকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ কাম্য নয়
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর