সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ দেবেন। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। এখনো সরকার কোনো নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেনি। রোডম্যাপ ঘোষণা করলে তখন নির্বাচন কমিশন গঠনের বিষয়টাও আসবে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নিয়োগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোহাম্মদ আবদুল মোবারক নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশন শূন্য থাকা এবং নির্বাচনি আইন সংস্কারের বিষয়ে কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইসি শূন্য থাকলে কোনো সমস্যা নেই। এখন তো নির্বাচন নেই। যেহেতু সংস্কার করার সুযোগ এসেছে। তাই সবকিছু সংস্কার করে নেওয়াই ভালো।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে দায়িত্ব নেন সাবেক আমলা হাবিবুল আউয়াল। তার নেতৃত্বে এ কমিশনের পরিচালনায় এ বছর ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এ ছাড়া এ আড়াই বছরে দেড় সহস্রাধিক বিভিন্ন নির্বাচন করেছে কমিশন। গত বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়ার আড়াই বছর বাকি থাকতেই সাংবিধানিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।