ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, শিল্পাঞ্চলে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান প্রয়োজন। শিল্পাঞ্চল অতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। শৃঙ্খলা না ফেরালে আমাদের এ সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে।
এতে আমাদের দেশের ক্ষতি হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যদি আমাদের জাতীয় উৎপাদনশীল শিল্প সম্পদ রক্ষা করতে না পারি তাহলে দেশ প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে। আমাদের দেশের বড় ধরনের ক্ষতি হবে। জাতীয় সম্পদ রক্ষা করতে না পারলে আমরা কর্মসংস্থান বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে পারব না। বিপুলসংখ্যক লোক কর্মসংস্থান হারাবে। আমরা এ সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান চাই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা গেলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। ব্যবসা-প্রতিষ্ঠান ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা গেলে অর্থনীতি তার গতিশীলতা ফিরে পাবে।