সাবেক আরও তিন এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে রয়েছেন ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, বগুড়া-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এর সাবেক এমপি আবদুল ওদুদ। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে ওই তিন এমপির দুর্নীতি অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে দূর্নীতির সত্যতা পাওয়ার পর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এদিকে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার বেগমপাড়ায় ১৫ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয়ের তথ্য রয়েছে। এ ছাড়াও দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। বগুড়া-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাকাদহ খাড়িখনন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ কাজ সম্পন্ন না করে আত্মসাৎ করার তথ্য রয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাটসহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বিদেশেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্যের সত্যতা পেয়েছে দুদক। এ ছাড়া আবদুল ওদুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।