সাবেক শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর বিভিন্ন থানায় একাধিক পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে তিন দফায় ১৬ দিন, সাবেক মন্ত্রী মেননকে দুই দফায় ১১ দিন, সাবেক প্রতিমন্ত্রী পলককে তিন দফায় ২৩ দিন এবং সাবেক আইজিপি মামুনকে ৮ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। এ আসামিদের রিমান্ডে নেওয়া মামলাগুলোয় কারাগারে পাঠানোর আবেদন করা হয়। গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে, ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে, ১৪ আগস্ট নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে ও ৩ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।