বরিশালের স্থানীয় নদীতে ইলিশ মাছ ধরা পড়লেও বাজারে দাম কমছে না। দুই দিন ধরে নদীতে মাছ ধরা পড়ছে। তবে ব্যবসায়ীরা দাবি করছেন, সমুদ্রের ইলিশ না আসায় দাম কমছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীর ইলিশ মোকাম পোর্ট রোডে দুই দিন ধরে প্রায় হাজার মণ ইলিশ মাছ কেনাবেচা হয়েছে। বাজারের ব্যবসায়ী ইয়ার হোসেন সিকদার বলেন, বুধবার পোর্ট রোড মোকামে প্রায় ১ হাজার মণ ইলিশ মাছ বেচাকেনা হয়েছে। গতকাল একটু কম এসেছে। তাও প্রায় ৯০০ মণ ইলিশ বেচাকেনা হয়। তিনি জানান, কয়েকদিন আগে সাগর উত্তাল ছিল। তাই জেলেরা সাগরে যেতে পারেনি। সাগরে মাছ না আসায় ও চাহিদা বেশি থাকায় দাম কমেনি। জেলেরা সমুদ্রে মাছ শিকারে গেছে। তারা ফিরে এলে মাছের দাম কমতে পারে। ইয়ার হোসেন সিকদার বলেন, স্থানীয় নদীতে বড় সাইজের ইলিশ নেই। সিংহভাগই ছোট সাইজের ইলিশ। গতকাল পোর্ট রোডে পাইকারি বাজারে দেড় কেজি সাইজ ওজনের ইলিশ মাছ প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। ১ কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ মাছ প্রতি কেজি ১ হাজার ৮০০, এক কেজি সাইজের মাছ ১ হাজার ৭০০ ও এক কেজির নিচে এলসি সাইজ ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। আধা কেজি সাইজের মাছ ১ হাজার ৩০০, ৩০০ গ্রাম ওজনের প্রতি কেজি ৮০০ ও ২৫০ গ্রাম ওজন সাইজের মাছ প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকা বেশি দরে বিক্রি হয়েছে।