২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। ২০১৮ সালে ১০ দিন গুম রাখার অভিযোগ এনে গতকাল প্রসিকিউশন কার্যালয়ে অভিযোগ করেন এনামুল কবির নামে এক ব্যবসায়ী। এতে শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
আবেদন প্রসঙ্গে পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এনামুল কবির নামে এক ব্যবসায়ীকে ২০১৮ সালের ১৭ নভেম্বরে ঢাকার বাসাবোস্থ তার ব্যবসায়ী কার্যালয় থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তৎকালীন ডিবি কর্মকর্তা মশিউরের নির্দেশে তাকে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। হাত-পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে তাকে ঝুলিয়ে রেখেছিল। নির্যাতন করে বিরোধী তথা জামায়াতের তথ্য জানতে চেয়েছিল। পরে ২৬ নভেম্বর মামলা দেয়। তার অফিস থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে মর্মে মামলাটি করা হয়েছিল। অনেক দিন কারাগারে থাকার পর তিনি জামিন পান। এ বিষয়ে অভিযোগ এনে তিনি শেখ হাসিনাসহ ২৫ জনের নামোল্লেখ করেছেন। পাশাপাশি বিগত সরকারে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গুমের ঘটনাও তদন্তে চেয়েছেন। আমরা এখন এটি যাচাই-বাছাই করে দেখব।