রাজশাহীর নিউমার্কেট এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন ফ্লাইওভারের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ফ্লাইওভারের নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সকালে নিউমার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অপরিকল্পিতভাবে সিটি করপোরেশন ফ্লাইওভার নির্মাণ করছে বলে দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ছাড়া ফ্লাইওভার নির্মাণ হলে সড়কটি আরও সরু হয়ে যাবে বলে অভিমত তাদের। মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুর রহিম, অ্যাডভোকেট শাকিল, নওরিন নাবিলা প্রমুখ।