যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় স্টেট ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় স্মরণকালের ভয়াবহ হারিকেন হেলেনের তান্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে। এর মধ্যে ২৫ জন সাউথ ক্যারোলিনার, ১৯ জন জর্জিয়ার এবং ১১ জন ফ্লোরিডার। শক্তিশালী এ ঝড়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন, গৃহহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশি আমেরিকানরাও রয়েছেন। তবে নিহতদের মধ্যে শনিবার রাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো বাংলাদেশি নেই।
সর্বশেষ খবর অনুযায়ী, বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে নৌকা, হেলিকপ্টার ও বড় যানবাহন ব্যবহার করা হচ্ছে। বিমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধারণা, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ বিলিয়ন ডলারে উঠতে পারে।