শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের উন্নয়ন হলেও শ্রমিকরা ন্যায্য হিস্সা পাননি। এমনকি শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা হলরুমে শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছি। তরুণ নেতাদের সঙ্গেও বৈঠক করেছি। তারা নিজেদের মতামত দিয়েছেন। শ্রমিকদের সঙ্গে বসলাম। তারা আমাদের জানিয়েছেন, শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এ ছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। আমরা এখন আমাদের অধিকার চাই। ন্যায্য হিস্সা চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সিলেট, রাজশাহী, চট্টগ্রামে যাব; টাউন হলে মিটিং করব। আমরা যারা এখানে সদস্য আছি আমাদের প্রত্যেকের গবেষণা আছে। কিন্তু আমরা একক কোনো সোর্সের ওপর নির্ভর করতে চাইছি না। সবার সঙ্গে কথা বলেই তারপর তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়া হবে। তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা কোন সদস্য কী কাজ করব সেসব বিষয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছি। তথ্য-উপাত্তের উপযুক্ততা নিরূপণ করা হয়েছে। এখন অনেক কিছুই লেখার কাজ চলছে।