ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর মানুষ ভেবেছিল বৈষম্য দূর হবে। কিন্তু বৈষম্য দূর হয়নি। গরিব আরও গরিব ও ধনী আরও ধনী হয়েছে। গোটা দেশের অর্থনীতি ২০-২৫ পরিবারের কাছে জিম্মি হয়ে গিয়েছিল। ২০২৪ সালে এসে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এতদিন ভারত গোটা বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। তারা আমাদের গোলাম করে রাখতে চেয়েছে। আমরা ভারতের গোলামির জিঞ্জির ভেঙে স্বাধীন হতে চাই।
গতকাল বিকালে সিলেট নগরীর সিটি পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফয়জুল করীম আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটানো গেলেও আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। সাম্য প্রতিষ্ঠা এবং বৈষম্য ও দুর্নীতি দূর করার জন্য আন্দোলন হলেও এখনো লুটপাট, চাঁদাবাজি, খুন-খারাবি, ধর্ষণ চলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুফতি ফয়জুল করীম বলেন, দেশে আলেমদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। মাদরাসার শিক্ষার্থীরা কেন বিসিএস দিতে পারবে না। কেন সরকারি চাকরিতে চান্স পাবে না। বৈষম্যবিরোধী বাংলাদেশের মানুষ এখন আর এই বৈষম্য দেখতে চায় না।