গাজীপুরের শ্রীপুরে সেলুনের ভিতর থেকে আবু ছাঈদ নামে এক পোশাক শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকার জেন্টস পার্লার নামের একটি সেলুন থেকে লাশটি উদ্ধার করা হয়। সেলুনের ভিতরে লাশের পাশ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
নিহত পোশাক শ্রমিক আবু ছাঈদ (২৩) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। আবু ছাঈদ মাওনা উত্তরপাড়া গ্রামের বাবুল সরকারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
স্থানীয়দের দাবি, ওই সেলুনের মালিক মো. খলিল মিয়া। সে আবু ছাঈদকে সেলুনে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন আটকানোর চেষ্টা করলে তাদেরকে অস্ত্রের ভয় দেখানো হয়।
অভিযুক্ত মো. খলিল মিয়া সিলেটের সদর উপজেলার মসজিদ কলোনি গোটাটিকর গ্রামের মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে। স্ত্রী সন্তান নিয়ে পাশের ইব্রাহিমের বাড়িতে ভাড়া থেকে খলিল মাওনা উত্তরপাড়া এলাকার আবু হানিফের দোতলা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে জেন্টস পার্লার নামক একটি সেলুন পরিচালনা করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। খুনি ধারালো ছুরি দিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে ফেলে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করে। খুনি ঘটনার পরপরই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।