বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষু বলেছেন, দেশে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে ধর্মবর্ণনির্বিশেষে সবার মতামত গ্রহণের মনমানসিকতা থাকতে হবে। রাষ্ট্রের প্রতিটি স্তর ও রাজনৈতিক দলসহ সর্বস্তরে একে অপরের মতামত গ্রহণ করা দরকার। মতামত গ্রহণ না করায় মারামারিসহ বড় ধরনের ঘটনা ঘটে। এ জন্য সবার মতামত গ্রহণ প্রয়োজন। এতে সম্প্রীতি বাড়ে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সুনন্দপ্রিয় ভিক্ষু বলেন, রাষ্ট্রকে সমান অধিকার বাস্তবায়নে এক থাকতে হবে। দেশের ভিতরে প্রতিটি নাগরিকের সমান অধিকার। সেজন্য রাষ্ট্রের কাজ হবে ধর্মবর্ণনির্বিশেষে সমান অধিকার বাস্তবায়ন করা। কোনো সম্প্রদায় সংখ্যালঘু হলেও তারা যেন সমান অংশীদারি বা সমান বিচার পায় সেটি নিশ্চিত করতে হবে।