সারা দেশে ডিম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রাজধানীর কারওয়ানবাজার, শ্যামবাজার ও মিরপুর শাহ আলী মার্কেট এলাকায় অধিদপ্তরের পাঁচটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে মিরপুর শাহ আলী মার্কেটে দেখা যায়, বিক্রেতারা পাকা ভাউচার দিচ্ছেন না এবং অযৌক্তিক লাভ করছেন। যার ফলে শাহ আলী মার্কেটের ভাইভাই এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
অপরদিকে শ্যামবাজারে অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কাজের জন্য চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কারওয়ানবাজারে এক প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।